বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে শুভ সূচনা ভারতের

গুয়াহাটি: বরসাপাড়া স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় দল শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে শুভ সূচনা করল।

বৃষ্টির কারণে ম্যাচটি ৪৭ ওভারে সীমিত হলেও ভারতের ব্যাটিংয়ে দীপ্তি শর্মা ও অমনজোত কৌরের জুটি দলকে টেনে তোলে। ১২৪/৬ থেকে ঘুরে দাঁড়িয়ে তারা গড়েন শতরানের পার্টনারশিপ। দীপ্তি করেন ৫৩ রান, অমনজোত করেন ৫৭।

ভারত শেষ পর্যন্ত তোলে ২৬৯/৮। জবাবে শ্রীলঙ্কা শুরুটা ভালো করলেও স্পিনের সামনে ধীরে ধীরে ভেঙে পড়ে। দীপ্তি শর্মা বল হাতেও জ্বলে ওঠেন—নেন ৩ উইকেট। সঙ্গে স্নেহ রানা ও শ্রী চরনীও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অলআউট হয় ৪৫.৪ ওভারে ২১১ রানে।

এই জয়ে ভারতের নেট রান রেট দাঁড়ায় +১.৫০৩, যা টুর্নামেন্টের শুরুতেই দলকে এগিয়ে রাখবে। অধিনায়ক হরমনপ্রীত কৌর ও কোচিং স্টাফ দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সকে ম্যাচের মোড় ঘোরানো বলে অভিহিত করেছেন।

About The Author