তৃণমূল ছাড়লেন দেবশ্রী রায়, ‘ডাকলে যাব’, পদ্মযোগের সম্ভাবনা?

কলকাতা: তৃণমূল তাঁকে ‘ব্যবহার’ করেছে অথচ ‘সম্মান’ দেয়নি। অভিমান করে দল ছাড়লেন অভিনেত্রী দেবশ্রী রায়। মঙ্গলবার রায়দিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় জানান, তৃণমূলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। সোমবারই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে তাঁর সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছেন দেবশ্রী। তিনি বলেন, ‘দীর্ঘ ১০ বছর মানুষের জন্য কাজ করেছি। সেটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তবে বেশি করে অভিনয়ে ফেরার কথা ভাবছি। ওটাই আমার আসল জগৎ। এখনও সম্মানের সঙ্গে ডাক পাই।’

দেবশ্রী আরও বলেন, ‘দলের জন্য অনেক করেছি। কিন্তু দল আমাকে কী দিয়েছে। দু‍’বার বিধায়ক হয়েছি। কিন্তু মন্ত্রিত্ব দূরের কথা, দল বা সরকারের কোনও পদ বা কমিটিতেও জায়গা পাইনি।’ কিন্তু তিনি তো রাজ্য সরকারের ‘অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট’ বিভাগের কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন? ‘সেও এক কাহিনি।’ বললেন দেবশ্রী। তাঁর দাবি, ‘আমি নিজে থেকে ওই বিভাগের চেয়ারম্যান হতে চেয়েছিলাম। কারণ আমি পশুপ্রেমী। কাজ করতে চেয়েছিলাম। তখন ওই দফতরের মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ। কিন্তু আমায় বলা হল, চেয়ারম্যান করা যাবে না।

বিজেপি যোগের ব্যাপারে তার বক্তব্য, কেউ সম্মান দিয়ে ডাকলে ভেবে দেখব। না হলে নিজের অভিনয় নিয়েই থাকব।’

About The Author