তিস্তার চরে হাতির মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা এলাকায় তিস্তার চর থেকে একটি পূর্ণবয়স্ক মৃত হাতির দেহ উদ্ধার করা হয়েছে। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ থেকে ছয় কিলোমিটার দূরে তিস্তার চরে শুক্রবার বিকেল থেকে একটি হাতির মরদেহ দেখতে পান এলাকাবাসীরা।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই একটি হাতির দল ওই স্থানে জড়ো হয়েছিল। কোনও অজানা কারণে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। শুক্রবার হাতিটির দেহ পড়ে থাকতে দেখে খবর দেওয়া হয় বনদপ্তরে। এরপর হাতির দলটিকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। হাতির দলটিকে সরাতে সক্ষম হলেও সেখানে মৃত হাতির দেহ সরানি যায়নি। জলপাইগুড়ি বৈকন্ঠপুর ডিভিশনের ডিএফও হরি কৃষ্ণনান বলেন, মৃত হাতিটি পূর্ণবয়স্ক মাদি হাতি। একেই ঘিরে ছিল হাতির দলটি। শনিবার ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।