ফুলবাড়ি ব্যারেজের লকগেটে ফের মৃতদেহ উদ্ধার

জলপাইগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে অজ্ঞাত পরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার মহানন্দা ব্যারেজের ২ নম্বর গেটে এক ব্যক্তির মৃতদেহ ভেসে আসতে দেখা যায়। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, মাঝেমধ্যেই মহানন্দা ব্যারেজে মৃতদেহ ভেসে আসছে। শনিবার দুপুরেও একটি মৃতদেহ ভেসে আসে। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author