নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে গ্রাম ঘোরানো হল পুরোহিতকে

শ্রাদ্ধ বাড়িতে এসে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গলায় প্ল্যাকার্ড ও টিন ঝুলিয়ে পুরোহিতকে গ্রামের রাস্তায় ঘোরানো হল। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুরোহিতকে গ্রেপ্তার করছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার নারায়নচক গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বৃদ্ধ পুরোহিতকে গলায় প্ল্যাকার্ড ও টিন বেঁধে ঘোরানো হয় এলাকায়। তার অপরাধ হিসেবে প্ল্যাকার্ডে লিখে দেওয়া হয়, ‘শিশু ধর্ষণ করার অপরাধে আমার এই শাস্তি’ এলাকায় ঘোরানোর ভিডিও ভাইরাল হয় নেট মাধ্যমে। অভিযুক্তের পেছনে উৎসাহে অট্টহাসিতে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, অনুষ্ঠান বাড়িতে এসে সেই বাড়ির এক শিশুকন্যার সঙ্গে ‘খারাপ’ আচরণ করেছেন। এর ‘শাস্তি’ হিসেবে পুরোহিতকে এভাবেই ঘোরানো হল ওই গ্রামে। অভিযুক্তকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। তবে এই বিষয়ে পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

About The Author