রাজ্যে পর্যাপ্ত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেই। ‘কেন্দ্রকে চিঠি দিয়েছি, উত্তর পাইনি। তাই বাইরে থেকে অক্সিজেন ও ভ্যাকসিন কিনে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এদিন কোনও রাজনৈতিক নেত্রী হিসাবে নন, রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তা হিসেবেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুর আড়াই’টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে নির্বাচনী সভা সেরে হেলিকপ্টার করে পুরাতন মালদা ব্লকের নারায়নপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন মুখ্যমন্ত্রী।
এদিন মূলত করোনা সংক্রমণ নিয়েই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে এরাজ্যে এসে পড়েছে, তা নিয়ে সকলকে সচেতন হতে হবে। কোন রকম ভাবেই লকডাউন এবং নাইট কার্ফুর পথে সরকার যাবে না। তাই অযথা এনিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।