১০৪ বছরের প্রথা ভেঙে ভারত সেবাশ্রম সংঘে ঢুকল মাছ-মাংস

জীব সেবাই শিব সেবা। তাই এই করোনা সঙ্কটে প্রথা ভাঙল ভারত সেবাশ্রম সংঘ। ১০৪ বছরের প্রথা ভেঙ্গে করোনা আক্রান্তদের মুখ চেয়ে এই প্রথম মাছ, মাংস, ডিম ঢুকল গড়িয়া ভারত সেবাশ্রম সংঘে। ভারত সেবাশ্রম সংঘ জানিয়েছে, মানুষকে সুস্থ করে তোলার তাগিদেই এতদিনের পুরোনো প্রথা ভাঙল এই সংঘ। আশ্রমের সিদ্ধান্তকে যুগান্তকারী বলে ব্যাখ্যা করেছে চিকিৎসক মহল।

শুক্রবার সেখানে ৩০ বেডের কোভিড হাসপাতাল চালু করে কর্তৃপক্ষ। একইসঙ্গে করোনা আক্রান্তদের মধ্যে খাবার পরিবেশনের বন্দোবস্তও করা হয়। এই সংঘে আমিষ নিষিদ্ধ হলেও করোনা রোগীদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে ডিম, মাছ-মাংস আনছেন খোদ স্বামীজিরাই। তাঁদের কথায়, ধর্মীয় রীতিনীতির চেয়েও রোগীদের সুস্থ করে তোলা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারত সেবাশ্রম সংঘের কোভিড হাসপাতালে থাকছে অক্সিজেনের সুবন্দোবস্ত। রোগীদের দেখভালের লক্ষ্যে ২৪ ঘণ্টা মোতায়েন থাকছেন চিকিৎসক সহ নার্স।