রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যু হল কলকাতার এক মহিলা। হরিদেবপুরের বছর ৩২-এর ওই মহিলা করোনায় আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার পাশাপাশি তাঁর শরীরে বাসা বাঁধে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসও। চিকিৎসা চলছিল মহিলার। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার গভীর রাতেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, ওই মহিলা ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন।
ইতিমধ্যেই তেলাঙ্গানা এবং রাজস্থান সরকার এই সংক্রমণকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসাবে চিহ্নিত করেছে কেন্দ্র। এই রোগ সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ইতিমধ্যে ২০ সদস্যের বিশেষজ্ঞ-পরামর্শদাতা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস পরিস্থিতি ও তার চিকিত্সা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। এরাজ্যেও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে পদক্ষেপ করছে রাজ্য সরকার।