চিনের পাঠানো ভ্যাকসিন নিয়েই করোনা আক্রান্ত ইমরান খান

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের স্বাস্থ্য দপ্তরের তরফে টুইট করে এই তথ্য জানানো হয়। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন আগেই তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হলেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান টুইটবার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতেই আছেন তিনি।’ পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের তরফে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে। ১৮ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। চিনের সিনোফার্ম-এর তৈরি কোভিড টিকার ডোজ নিয়েছিলেন তিনি।