‘BJP হাটাও, COVID হাটাও’, উত্তর দিনাজপুরে এসে করোনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

‘বিজেপি হাটাও, কোভিড হাটাও’, ‘কোভিড হাটাও, বাংলা বাঁচাও’, এমনই স্লোগান উঠল মুখ্যমন্ত্রীর সভায়। স্লোগান দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। সভার শুরু থেকে শেষ, করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘আমি কন্জেস্টেড এলাকায় গিয়ে বেশিক্ষণ সভা করছি না। যেহেতু কোভিড চলছে তাই বেশি কথা বলব না।’

এদিন বক্তব্যের শুরুতেই সকলকে মাক্স পরার নিদান দেন মুখ্যমন্ত্রী। মাক্স না থাকলে সালোয়ার-কামিজ-শাড়ির ওড়না ব্যবহার করতে বলেন মহিলাদের। পরে খুব সংক্ষিপ্ত ভাষায় নির্বাচনে জিতলে কি কি দেওয়া হবে এবং কি কি করা হয়েছে দু’মিনিটেই সেগুলো বলে শেষ করলেন। এরপর স্লোগান তুলে সকলকে উৎসাহিত করেন। বললেন, ‘বিজেপি হাটাও, কোভিড হটাও’। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, বাকি দফার ভোট এক দফায় না করাতে পারলে, ‘অন্তত দু’দফায় হোক; একটা দিন বাঁচিয়ে দিক!’ ‘বিজেপি-র কথা শুনে ভোট করাবেন না।’ উত্তর দিনাজপুরে এসে সভার আগাগোড়াতেই করোনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী।

About The Author