পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অলিগঞ্জ বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম সাগর দাস (৩০)। ইসলামপুরের বিবেকানন্দ পাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। বৃহস্পতিবার রাতে অলিগঞ্জ বাইপাসে শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ি ওই সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পরই গুরুতর জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়।

শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া পুলিশ মহলে।

About The Author