ভারতের ওয়েবসাইট, চ্যানেল, সংবাদপত্র বন্ধ করল চিন সরকার

ডিজিটাল ডেস্ক: সীমান্ত সংঘর্ষ নিয়ে ভারত ও চিনের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। ভারতের বাতিল করা ৫৯ চিনা সফটওয়্যারের জবাবে এবার চিনে আটকে দেওয়া হল ভারতীয় কিছু ওয়েবসাইট। সেদেশে এবার থেকে ব্রাউস করা যাবেনা ভারতীয় সংবাদ পত্রিকা, টিভি চ্যানেল সহ অন্য যেকোনও ভারতীয় ওয়েবসাইট। সূত্রের খবর, ভারতে চিন বিরোধী খবরের উত্তাপ বাড়তেই এমন সিদ্ধান্ত নিয়েছে চিনের সরকার। আরও জানা গিয়েছে, যেসকল ভিপিএন ব্যবহার করে এতদিন সেদেশে ভারতীয় সাইটে নজর রাখা যাচ্ছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হচ্ছে।

ভিপিএন হল এমন প্রযুক্তি যার মাধ্যমে সরকারি প্রতিবন্ধ থাকা সত্ত্বেও যেকোনো সাইট অনায়াসে ভিজিট করা যায়। তবে চিনের কাছে এমন প্রযুক্তি রয়েছে যা এই ভিপিএনকেও আটকে দিচ্ছে। যদিও জানা গিয়েছে ভারত সরকারও ভিপিএন আটকানোর পদক্ষেপ করতে চলেছে।

About The Author