জলপাইগুড়ি-শিলিগুড়িতে শুরু আধাসেনার রুটমার্চ

শিলিগুড়ি: ভোট ঘোষণার আগে থেকেই উত্তরবঙ্গের সংবেদনশীল জায়গাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী, আধাসেনার রুটমার্চ। জলপাইগুড়ির শহরাঞ্চলে ও রুট মার্চ শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়িতেও টহল শুরু আধাসেনার। ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই দিন তিনেক আগে এক কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার জন্য। সেই বাহিনীর জওয়ানদের নিয়ে সোমবার সকালে শিলিগুড়ি থানার ডাঙ্গিপাড়া-সহ বেশ কিছু এলাকায় রুটমার্চ করা হয়। স্পর্শকাতর এলাকাগুলিকে বেছে নিয়ে এই রুটমার্চ চালানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের কর্তারা। সোমবার সকালে জলপাইগুড়ি শহরের রেসকোর্স, নয়াবস্তি, পিলখানা এলাকায় রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রা।সঙ্গে ছিলো কোতোয়ালি থানার পুলিশ। নির্বাচনের দিন ঘোষণা আগেই মালদহে এসে পৌঁছালো কেন্দ্র বাহিনী এদিন মালদহের বামনগোলা ব্লকের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক অজয় চৌধুরী সাথে কেন্দ্র বাহিনী জওয়ানদের রুটমার্চ করতে আর কয়েক দিন পরে বিধানসভার ভোট ঘোষণা হবে। ভোটারদের নিরাপত্তা দিতে ভোট ঘোষণার আগেই রাজ্যে এসে পৌছালো কেন্দ্রীয় বাহিনী। জেলার বিভিন্ন প্রান্তে এই বাহিনীর টহল পর্ব শুরু হয়েছে।কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও। নির্ভয়ে ভোট দেওয়ার আশ্বাস দেয় তারা। আর তাতেই খুশি সাধারণ ভোটাররা।