CBSE-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল, পিছল দ্বাদশ শ্রেণির পরীক্ষা

নয়াদিল্লি: করোনার সংক্রমণর জেরে বাতিল হল CBSE-র দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে দেওয়া হল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে আসছে পয়লা জুনে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করল বোর্ড। আগামী ৪ জুন থেকে CBSE-র পরীক্ষা হওয়ার কথা ছিল।

বুধবার শিক্ষামন্ত্রকের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরই পরীক্ষা বাতিল ও পিছনোর কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রালয়। দশম শ্রেণির পরীক্ষার ফল বোর্ডের তৈরি মাপকাঠি অনুযায়ী ঠিক করা হবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে আগামী ১ জুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

(খবরটি এই মাত্র দেওয়া হয়েছে, বিস্তারিত পড়তে কিছুক্ষণ পর পেজটিকে রিফ্রেশ করুন)

https://twitter.com/ANI/status/1382249447069937671

About The Author