করোনায় মৃত্যু দুই প্রার্থীর! ১৩ মে ভোট মুর্শিদাবাদে

রাজ্যজুড়ে করোনার করাল গ্রাস। এর মধ্যেই হচ্ছে ভোট। আগামী ২ মে রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। তবে এ রাজ্যের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থীর আকস্মিক মৃত্যুর জেরে ভোটগ্রহণ পর্ব স্থগিত হয়েছে ওই দুই কেন্দ্রে। সেখানে নির্বাচনের নতুন দিন ঘোষণা করে দিল কমিশন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুই প্রার্থীর।

ভোটের বাংলায় ছড়াচ্ছে সংক্রমণ। সাধারণ মানুষের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক রাজনৈতিক দলের প্রার্থী, নেতা। ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। ঠিক তার পরের দিনই মারণ ভাইরাস প্রাণ কেড়ে নেয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। সেই কারণেই ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে এবার ওই দুই কেন্দ্রেই নতুন করে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, আগামী ১৩ মে মুর্শিদাবাদ জেলার ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে।