রাজগঞ্জে ফের বাইক দুর্ঘটনা! সঙ্কটজনক ২

রাজগঞ্জের ফাটাপুকুরে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক। দু’জনেরই অবস্থায় অত্যন্ত সঙ্কটজনক। ফাটাপুকুর সারদামণি স্কুলের সামনে আন্ডারপাসের ওপর বাইক এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দু’জন। দ্রুত গতির জন্যই এই দুর্ঘটনা বলে অনুমান।

সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর। ঘটনার পরই বোলেরো গাড়ির চালক পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। আহত দু’জন প্রায় ২০ মিনিট রাস্তার উপরেই পড়েছিল। ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। এরপর অ্যাম্বুলেন্সে করে তাদের দু’জনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। একজনের মাথা ফেটে গিয়ে অবচেতন অবস্থা। যদিও স্থানীয়রা বলছেন, দুজনের মধ্যে ১ জন মারা গিয়েছে। এই ঘটনার পর প্রায় আধঘণ্টা অবরুদ্ধু হয়ে পড়ে জাতীয় সড়ক।

About The Author