রাজগঞ্জের বেলাকোবা কেবলপাড়া থেকে উদ্ধার করা হল একটি বার্মিজ পাইথন। শনিবার রাতে স্থানীয় বাসিন্দা স্বপন দে সরকারের বাড়ির খড় রাখার ঘরে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন। সাপটিকে উদ্ধার করার জন্য বেলাকোবা রেঞ্জ ও রাজগঞ্জের পরিবেশপ্রেমী সংস্থার সদস্যদের খবর দেন।
পরিবেশ প্রেমী সংস্থার তরফে তাপস কুমার রায় জানিয়েছেন, সাপটি প্রায় ১০ ফুট লম্বা। এদিন রাতেই ওই সাপটিকে উদ্ধার করেছে সংস্থার সদস্যেরা। তারপর সেটিকে নিয়ে আসা হয় বেলাকোবা রেঞ্জ অফিসে। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।