সীমান্তে ফের ২ বাংলাদেশীকে আটক করল বিএসএফ

জলপাইগুড়ি: বর্ডার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা! ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ২ জন বাংলাদেশীকে আটক করল বিএসএফ। দু’দিন আগেই ৪ জনকে আটক করে ফিরিয়ে দেওয়া হয়েছিল ওপারে।

জানা গেল, শনিবার বিকেলে জলপাইগুড়ি মানিকগঞ্জ সীমান্ত দিয়ে দুজন এপারে আসার চেষ্টা করছিল। ৫টায় ওই দু’জনকে আটক করে ৯৩ নং ব্যাটালিয়ন বিএসএফ-এর সৈন্যরা। ওই ২ বাংলাদেশীর নাম যথাক্রমে খুশো সেন (২২) এবং নিমাই সেন (১৭)। দু’জন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

 খোলা সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তল্লাশি করে তাদের কাছ থেকে বাংলাদেশি ১ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। পরে একটি পতাকা বৈঠক করে বিজিবি-র হাতে তুলে দিয়েছে বিএসএফ।

প্রসঙ্গত, এই দুদিনে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১টি গবাদি পশু, ৪০৯ বোতল ফেনসিডিল এবং ২ লক্ষাধিক টাকার অন্যান্য নিষিদ্ধ জিনিস পাচারে বাধা দেয় বলে জানাল সীমান্ত রক্ষী বাহিনী।