মালদা: ডাক্তারে শেখানোর নাম করে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। এবারের ঘটনাস্থল মালদার হবিবপুর থানা এলাকায়।
ওই আদিবাসী নাবালিকার বাবা পিতা হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর শুনেই তড়িঘড়ি নাবালিকার বাড়িতে মন্ত্রী পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গেল, এলাকায় এক কোয়াক বা গ্রামীন চিকিৎসক তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেলপারের কাজ শেখানোর কথা বলে ডাকতেন। বুধবার সন্ধ্যে ৭টা নাগাদ মেয়েটি তার কাছে এলে, ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে, নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে জানায় সব ঘটনা। ঘটনাস্থলে যায় হবিবপুর থানার পুলিশ। হাতুড়ে ডাক্তারকে থানায় নিয়ে যায়।
এমন ঘটনা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় এলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি নির্যাতিতা নাবালিকার বাড়ি গিয়ে পরিবারটির সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন। মন্ত্রী বলেন, এসপি ও ডিএম এর সাথে আমরা কথা বলেছি দশ দিনের মধ্যে চার্জশিট বের করে শাস্তির ব্যবস্থা করতে। অসুবিধে হলে মেয়েটির পড়াশুনার দায়িত্ব রাজ্য নেবে বলে জানান মন্ত্রী।