জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলে গাঠিয়াপাড়া গ্রামে একটি বার্মিজ পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। তালমা থেকে ৫ কিলোমিটার দূরে গাঠিয়াপাড়া এলাকায় স্থানীয় প্রশান্ত পালের চা বাগানে সাপটিকে এদিন প্রথম দেখতে পাওয়া যায়। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পরিমল সরকার নামের এক বাসিন্দা ওই বাগানে কাজ করতে গিয়ে ড্রেনে অজগর সাপটিকে দেখতে পান।
খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান উৎসুক গ্রামবাসী। জানা গিয়েছে, সাপটি লম্বায় প্রায় সাড়ে ৯ ফিট। অজগর সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। খবর দেওয়া হয় বেলাকোবা বন দপ্তরে। তারা এসে উদ্ধার করে নিয়ে যায় সাপটিকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য নির্মল সরকার জানান, এর আগেও এলাকায় একাধিক জায়গায় দেখা গিয়েছে অজগর। করোনার সময়ে এলাকায় মানুষের জমায়েত নিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করেছি ভিড় না করার। তারপরও কিছু মানুষ অতি উৎসাহে জমায়েত করে ফেলেছেন।