মঙ্গলবার থেকে খোলা থাকছে মদের দোকান। আবগারি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত তিন ঘণ্টার জন্য খোলা থাকবে মদের দোকান। খবর পেয়েই শহরের দোকানগুলির সামনে লাইন লেগেছে সুরাপ্রেমীদের।
সংশোধিত লকডাউন নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার থেকে খুলে যাচ্ছে মদের দোকান। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, শাড়ি ও গয়নার দোকানের পাশাপাশি খুচরো দোকানগুলিকেও দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা রাখা যাবে। বইয়ের দোকান সহ অন্যান্য দোকানের পাশাপাশি এবার মদের দোকানও খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হল।
দোকান খোলার নির্দেশ পেয়েই এদিন দুপুরে শহরের মদের দোকানগুলির সামনে লম্বা লাইন পড়ে যায়। পুলিশ প্রশাসনকে দেখতে বলা হয়েছে কোনও মদের দোকান যাতে তিন ঘণ্টার বেশি সময় খোলা না থাকে। তবে তিন ঘণ্টার জন্য মদের দোকান খোলার অনুমতি দেওয়া হলেও, হোটেল, বার, রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া হয়নি।