নতুন টোটো কিনে রাস্তায় নামাতেই দুর্ঘটনা! প্রাণে বাঁচলেও দিশেহারা মুজিবর

বেলাকোবা: ২৪ ঘণ্টাও পেরয়নি, দিন আনা দিন খাওয়া অভাবের সংসার চালাতে কষ্ট করে টোটো কিনেছিলেন, রাস্তায় নামাতেই দুর্ঘটনার মুখে পড়ে দুমড়ে মুচড়ে গেল নতুন টোটো। সদ্য কিনে রাস্তায় নামাতেই পেছন থেকে বাসের সংঘর্ষ। কোনওমতে প্রাণে বাঁচলেন টোটো চালক।

জলপাইগুড়ির রাজগঞ্জে হাটবাসের সঙ্গে একটি টোটো রিক্সার সংঘর্ষে জখম হলেন টোটোচালক। শনিবার দুপুরে শিকারপুর অঞ্চল অফিস লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দুর্ঘটনাটি ঘটে। শিকারপুর হাটের দিকে আসছিল টোটো রিক্সাটি। পেছন থেকে ধাক্কা মারে বাসটি। প্রায় ১৫০ ফুত ঠেলে নিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা। কোনওমতে টোটোচালক প্রাণে রক্ষা পান। এরপর তাকে উদ্ধার করে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

টোটো চালক জানান, তার নাম মুজিবর রহমান। গতকালই টোটো রিক্সাটি কিনেছিলেন তিনি। খরচ হয়েছিল ১ লক্ষ ৩৫ হাজার। এর মধ্যেই দুর্ঘটনা। তার বাড়ি শিকারপুর অঞ্চলের পয়াভিটা গ্রামে। গতকালই টোটো কিনেছিলেন মুজিবর।  তার দাবি, তাকে নতুন টোটো কিনে দেওয়া হোক।