মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সোমবার রাত ৮টা থেকে আগামীকাল রাত ৮টা পর্যন্ত মমতার প্রচারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। কমিশনের এই নির্দেশের তীব্র সমালোচনা করেছে তৃণমূল। এটাকে গণতন্ত্রের পক্ষে কালো দিন বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান।
এদিন রাতে কমিশনের তরফে নির্দেশ জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনও প্রচার করতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তার প্রতিবাদে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অগণতান্ত্রিক ও অসংবিধানিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূল সুপ্রিমো।
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon: West Bengal Chief Minister Mamata Banerjee
(File pic) pic.twitter.com/tRRYMA9aVk
— ANI (@ANI) April 12, 2021