রাজগঞ্জ: দিলীপ ঘোষ, মীনাক্ষী, মুখ্যমন্ত্রীর পর এবার রাজগঞ্জে আসছেন তারকা বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আগামীকাল সোমবার দুপুর বারোটার সময় রাজগঞ্জের বেলাকোবায় তাঁর জনসভা হওয়ার কথা রয়েছে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুপেন রায়ের জনসমর্থন চাইতে সভা করবেন মিঠুন চক্রবর্তী।
বেলাকোবা পাবলিক ক্লাব ময়দানে সে কারণে তৈরি করা হচ্ছে মঞ্চ। জোর কদমে চলছে প্রস্তুতি। স্থানীয় বিজেপি নেতা তপন রায় বলেন, মিঠুন চক্রবর্তীর সভায় কমপক্ষে ৫০ হাজার মানুষ এবং দলীয় কর্মী সমর্থকেরা উপস্থিত থাকবেন। আগামী কালকের মিঠুন চক্রবর্তীর সভা ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে স্থানীয়দের মধ্যে।