‘মানুষ বুঝুক, আমরা কোন রাজ্যে আছি’, জলপাইগুড়িতে আক্রান্ত বিজেপি সাংসদ!

বিজেপি সাংসদের ওপর আক্রমণের অভিযোগ! জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা এলাকার ভান্ডারীগছে ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। তাঁর সঙ্গে থাকা আরও দু’জনের মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে বিজেপির তরফে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার রাজগঞ্জ বিধানসভার ভান্ডারীগছ এলাকায় ঘরছাড়াদের ফেরাতে গিয়ে আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। বিজেপির দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বিজেপি কর্মী ঘরছাড়া। এদের মধ্যেই কয়েকজনকে শুক্রবার ঘরে ফেরাতে উদ্যোগ নেন সাংসদ জয়ন্ত রায়।

এদিন বিকেলে ভান্ডারীগছে দলীয় কর্মীদের ঘরে ফিরিয়ে দিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের ওপর তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। জয়ন্ত রায় নিজেও আক্রান্ত হন। দুই বিজেপি কর্মীর মাথা ফেটে যাওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সাংসদের অভিযোগ, প্রশাসন কোনও সহযোগিতা করেনি। সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলার মানুষ বুঝুক, কোন রাজ্যে আমরা বাস করছি, যেখানে সাংসদের সম্মান নেই, কোনও গনতান্ত্রিক অধিকার নেই।’