কীর্তিমান ছেলেকে বরণ করে নিল ইসলামপুর, ঘরে ফিরল প্রিন্স

এযেন রাজকীয় অভ্যর্থনা। বিমানবন্দরে নামতেই ফুলের মালা পরিয়ে বাজনা বাজিয়ে ঘরের ছেলেকে বরন করে নিলেন এলাকাবাসীরা। ইসলামপুরের কৃতি ছাত্র মহম্মদ মঞ্জর হুসেন আনজুম ওরফে প্রিন্স এ রাজ্য থেকে ইউপিএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য পেয়েছে। বাবার স্বপ্ন পূরণ করতে আইএএস অফিসার হওয়ার লক্ষ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ছেলেটি। বাড়ি ফিরল সোমবার।

উত্তর দিনাজপুরের ইতিহাসে প্রথম আইএএস এর পদার্পনের প্রেক্ষাপটে সাক্ষী রইল এলাকাবাসী। বাগডোগরা বিমানবন্দরে নামা মাত্রই আত্মীয় পরিজন এবং এলাকাবাসীদের অজস্র শুভেচ্ছায় রীতিমতো উচ্ছ্বসিত প্রিন্স। এরপর শহরে ঢোকামাত্রই রীতিমত ব্যান্ডপার্টি বাজিয়ে শোভাযাত্রা করে সারা শহর ঘুরে অবশেষে বাড়ি ফিরল ‘সোনার ছেলে’। আর এই দৃশ্য শহরবাসী তাকিয়ে তাকিয়ে দেখল এবং দোয়া করল কীর্তিমানের জন্য। এদিন প্রিন্সের আগমনকে কেন্দ্র করে গোটা ছৌশিয়াবস্তিজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

About The Author