রাজ্যের বাকি ৪ বিধানসভায় আগামী ৩০ অক্টোবর ভোটের দিন ঘোষণা করেছে কমিশন। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের নির্বাচন। ফল ঘোষণা ৩ অক্টোবর। এর পরই পুজো শুরু বাংলায়। পুজো শেষ হতেই ফের ভোট হবে রাজ্যে। ভবানীপুর ছাড়া রাজ্যের বাকি চার কেন্দ্রের উপনির্বাচন হবে ৩০ অক্টোবর। খড়দা, শান্তিপুর, দিনহাটা ও গোসাবায় ৩০ অক্টোবর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে ভোটের গণনা হবে ২ নভেম্বর।
Schedule for Bye-elections in Parliamentary/Assembly Constituencies of various States – poll date 30.10.21https://t.co/6UCZji9fej
— Spokesperson ECI (@SpokespersonECI) September 28, 2021

