বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পলাতক প্রেমিক! বাড়ির সামনে ধর্নায় যুবতি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, স্ত্রীর মর্যাদার দাবিতে বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা। বাড়িছাড়া প্রেমিক ও তার পরিবার। শনিবার রাজগঞ্জের বন্ধুনগরে ডাঙ্গাপাড়ায় এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার বিকেল থেকে ধর্নায় বসেছেন ওই যুবতি। যুবতির অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে যুবক। গত পাঁচ বছর ধরে খুদিভিটা এলাকার যুবতির সঙ্গে ডাঙ্গাপাড়ার মানিক আলির প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন মাস আগে উভয় পরিবার তাদের বিয়ে দিতে রাজি হয়।

শুক্রবার যুবতির বাড়ির লোক বিয়ের দিন ধার্য করতে যুবকের বাড়িতে গেলে বাড়ির লোক গেটে তালা মেরে পালিয়ে যায়। এরপরই স্ত্রীর মর্যাদার দাবিতে ধর্নায় বসে যুবতি। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেমন্ত রায় বলেন, বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। অভিযুক্ত প্রেমিকের বাড়ির সদস্যদের প্রত্যেকের মোবাইল বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজগঞ্জ ব্লকের বিডিও এনসি শেরপা এবং রাজগঞ্জ থানার পুলিশ।

About The Author