পুলওয়ামা হামলায় শহিদ স্বামীর মৃত্যুর পর কফিনবন্দি দেহ আঁকড়ে নিকিতার নির্বাক মুখ এখনও মনে আছে সকলের। স্বামীর মৃতদেহের সামনেই নিকিতার মুখ থেকে বেরিয়ে এসেছিল, ‘I love you’, আমি তোমায় খুব ভালোবাসি। সেই ভালবাসার মর্যাদা দিতেই স্বামীর মতো সেনায় যোগ দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করতে চেয়েছিল নিকিতা। নিকিতার সেই স্বপ্ন অবশেষে সত্যি হল।
পুলওয়ামায় শহিদ মেজর বিভূতিশঙ্কর ধৌন্ডিয়ালের স্ত্রী নিকিতা কল এবার থেকে ভারতীয় সেনায় যোগ দিলেন। শনিবার তাঁর হাতে সেনার উর্দি এবং কাঁধে তারা আটকে দিলেন নর্দার্ন কম্যান্ডের লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে জোশি। গোটা দেশ নিকিতার এই পদক্ষেপের প্রশংসা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হন নিকিতার স্বামী বিভূতি। তাঁর কফিনের সামনে দাঁড়িয়ে নিকিতা শপথ নিয়েছিলেন, তিনিও একদিন না একদিন সেনার উর্দি গায়ে জড়িয়ে নেবেন। স্বামীকে দেওয়া কথা রাখলেন নিকিতা।