ডিজিটাল ডেস্কঃ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ পেরলো। ইতিমধ্যেই সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০,০৮,৩৯১ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,২৫,৩২৫ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৭৪,৯৭৯ জন।
রাশিয়া এবং ব্রাজিলের ক্রমবর্ধমান কোভিড পরিসংখ্যান চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। উদ্বিগ্ন নির্দিষ্ট দুই দেশের প্রশাসনও। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে ৩ লাখ পেরিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। রাশিয়ায় কোভিড-১৯ সংক্রমণের শিকার হয়েছেন ৩,০৮,৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭৬৪ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৯৭২ জনের। নতুন করে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৮৫,৩৯২ জন।
এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৫,৭১,১৩১। কোভিড-১৯ সংক্রমণে আমেরিকায় মৃত্যু হয়েছে ৯৩,৫৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। আমেরিকায় সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩,৬১,২২৭ জন।