ফালাকাটায় নতুন করে করোনা আক্রান্ত ৩

ফালাকাটা: উত্তরবঙ্গে ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। ফালাকাটা শহরে রবিবার নতুন করে ৩ জনের শরীরে মিলল করোনার সংক্রমণ। তাদের লালার নমুনা পরীক্ষা করা হয় ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে৷ সকলেরই রিপোর্ট করোনা পজিটিভ এসেছে৷ সংক্রমিত তিনজনই মহিলা। তাদের বাড়ি যথাক্রমে ফালাকাটা শহরের সুভাষপল্লি, মিলরোড ও রবীন্দ্রনগর এলাকায়৷

ফের করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে ফালাকাটায়। ফালাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ পার্থসারথী কয়াল জানিয়েছেন, রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের সকলেই হোম আইসোলেশনে থাকতে রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷

About The Author