BJP-কে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তৃণমূল প্রার্থী খগেশ্বর রায়

রাজগঞ্জ: ‘BJP-কে প্রতিদ্বন্দ্বী মনে করেন না তৃণমূল প্রার্থী। ‘তাদের নিজেদের মধ্যেই এখন গন্ডগোল চলছে।’ BJP-র প্রার্থী বদলের দাবি নিয়ে প্রতিক্রিয়া জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। [দেখুন ভিডিও] শুক্রবার সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা বিধায়ক খগেশ্বর রায়।

তিনি বলেন, বিজেপি প্রার্থী সুপেন রায়’কে তাদের দলের কর্মীরা মেনে নিতে পারছেন না। রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে এই নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তাদেরই দলের কর্মীরা। সেক্ষেত্রে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত। খগেশ্বরবাবু আরও বলেন, বিজেপি-র প্রার্থী বদল হলেও তৃণমূলের চিন্তার কোনও কারণ নেই। রাজগঞ্জে কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত।

তৃণমূলের ইশতেহার শুক্রবার আঞ্চলিকভাবে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ইশতেহার তুলে ধরলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী তথা বর্তমান বিধায়ক খগেশ্বর রায়। দু’দিন আগেই একুশের নির্বাচনে তৃণমূলের ইশতেহার প্রকাশ করেছেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। সেখানে কর্মসংস্থান, শিল্প-স্বাস্থ্য, বিদ্যুৎ, জল ও সড়ক নির্মাণ সহ বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রকাশ করেন নেত্রী। শুক্রবার রাজগঞ্জের বিধায়ক সেই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। এদিন উপস্থিত ছিলেন তুষার কান্তি দত্ত অমলেন্দু ভৌমিক রণবীর মজুমদারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

About The Author