বর্ধমান: তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মণ্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের প্রথম সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালতে মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অমিতকুমার নাগ। ঘটনা জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন পড়েছে। রাজনৈতিক মহলের মতে সম্ভবত এই প্রথম তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের কোনও নেতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, আপত্তিকর মন্তব্য করার জন্য এই মামলা করা হয়েছে। আদালতে মামলাটি গ্রহণ করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে বিভিন্ন জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বক্তব্য প্রত্যাহারের জন্য তাঁকে নোটিশ পাঠানো হলেও বিষয়টিতে গুরুত্ব দেননি শুভেন্দু। সেকারণেই সিভিল প্রসিডিওর অনুযায়ী আদালতে মামলা করা হল।