চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ স্যাডউইক বসম্যান

ডেস্ক রিপোর্ট: প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা স্যাডউইক বসম্যান। এই মার্কিন অভিনেতা গত কয়েক বছর ধরেই কোলন ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বসম্যানের পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। ‘কিং টিচালা’ থেকে ‘ব্ল্যাক প্যান্থার’, মনে রাখার মতো অনেক ছবিতেই অভিনয় করেছেন তিনি। ২০১৬ সালেই স্যাডউইকের স্টেজ ৩ কোলন ক্যানসার ধরা পড়ে। তার এরপর কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু অভিনয় চালিয়ে যাচ্ছিলেন তিনি। ২০১৩-তে বেসবল তারকা ‘জ্যাকি রবিনসন’ ছবির মধ্য দিয়ে বসম্যান প্রথম নিজের উপস্থিতি বোঝান। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার’ সুনাম কুড়িয়েছিল। কমিকস থেকে তৈরি এটিই প্রথম ছবি যা অস্কারের মনোনয়ন পায়। এ ছাড়াও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের কিছু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুকে শোক প্রকাশ করেছে হলিউডের পরিচিত মুখেরা।

About The Author