রাজগঞ্জ: চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক যুবক, জনতার উত্তম-মধ্যম খেয়ে অবশেষে পুলিশি হেফাজতে অভিযুক্ত। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের চামারজোত গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোরে চামারজোত গ্রামের এক বাড়িতে সিঁদ কেটে চুরি করতে ঢোকে অভিযুক্ত। মোবাইল নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে বাড়ির লোকজন। বাড়িতে নিয়ে এসে বেঁধে রেখে পেটান বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য হামিদুল মহম্মদ বলেন, অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে। দু’জন চুরি করতে এসেছিল তবে একজন পালিয়ে যায়। রাজগঞ্জ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।