প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

আরএনএফ ডিজিটাল ডেস্ক: মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখার্জি। আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২২ দিনের লড়াই শেষে চিরঘুমের দেশে প্রাক্তন রাষ্ট্রপতি। ১০ অগাস্ট তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এর আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার একটি টুইটবার্তায় প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপ্রণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’হাসপাতালের তরফে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে রক্ত জমাট বেধে গিয়েছিল, যার জন্য অস্ত্রোপচার করা হয়। তার পর থেকেই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, খুবই সংকটজনক অবস্থায় ছিলেন তিনি। চিকিৎসকদের বিশেষ টিম সবসময় তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করেছিলেন। অবশেষে রাতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০১৯ সালের অগাস্টর ৮ তারিখে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি পদে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ছিলেন। এছাড়াও তিনি অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেন।

About The Author