দেশে করোনা আক্রান্ত ৮২০৯১৬, একদিনই ২৭১১৪, ভাঙল রেকর্ড

নয়াদিল্লিঃ ফের রেকর্ড সংক্রমণ। দেশে একদিনই করোনা আক্রান্ত ২৭ হাজার ১১৪। এখনও পর্যন্ত এটাই একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা। মাত্র তিন দিনেই দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭ থেকে ৮ লক্ষ ছাড়িয়ে গেল। শনিবার সকালে পাওয়া আপডেট অনুযায়ী, ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৮ লক্ষ ২০ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ হাজার ১১৪ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রামিত হয়ে ২২ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৯ জনের। তবে আশার কথা, ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৬ জন ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৭৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭টি।

About The Author