রাজগঞ্জ: মঙ্গলবার তৃণমূল কিশান ও ক্ষেতমজুর সংগঠনের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রাজগঞ্জ থানার পুলিশ এবং স্থানীয় সাংবাদিকদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহ পরামর্শদাতা ওয়াহিদার রহমান, তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি লক্ষমোহন রায়, সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা দত্ত, শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অমলেন্দু ভৌমিক ও অন্যান্য সদস্যরা। কোভিড -১৯ মোকাবেলায় করোনা যোদ্ধারা অক্লান্ত পরিশ্রম করছে। তাঁদের সন্মান জানানোর জন্য এই কর্মসূচি বলে সংগঠনের তরফে জানানো হয়।