দেশে একদিনেই মৃত্যু ২০৪৯, ভাঙল আগের সব রেকর্ড

নয়াদিল্লি: একদিন আগেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক নয়। পরদিনই ধরা পড়ল উদ্বেগজনক ছবি। দেশের সব রাজ্যের করোনা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরই প্রথমবারের মতো ভারতে দৈনিক ২ হাজারেরও বেশি করোনা সংক্রামিতের মৃত্যুর খবর জানাল কেন্দ্র। দেশে এ পর্যন্ত ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১১ হাজার ৯০৩।

মহারাষ্ট্রে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মঙ্গলবার মুম্বইতে করোনায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। নতুন করে আরও ২ হাজার ৭০১টি করোনা রেকর্ড আপডেট করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৯ জনের। এ পর্যন্ত ওই রাজ্যের মোট ৫ হাজার ৫৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

দেশে সুস্থতার হার ৫২.৭৯ শতাংশ। মৃত্যুর হার ২.৮৯ শতাংশ। ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০ হাজার ২১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার ১৩ জন গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ২২৭। দেশে এখনও পর্যন্ত ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। এদিকে, দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক নয়, মঙ্গলবারই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।

About The Author