গ্যালারি টপকে আচমকাই ছুটে গেলেন মাঠে। সোজা গিয়ে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়লেন যুবক। বুকে জড়িয়ে ধরেন কিং কোহলি।
কলকাতা: আইপিএল-র উদ্বোধনী ম্যাচ! ইডেনে নাইটদের বিরুদ্ধে RCB-র ব্যাটিং চলছে তখন … ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিক্স খেলে ফেলেছেন বিরাট কোহলি। হঠাৎই এক ভক্ত গ্যালারি টপকে নিরাপত্তা ভেঙে ছুটে গেলেন মাঠে। সোজা গিয়ে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়লেন যুবক।
স্টেডিয়ামজুড়ে তখন ধ্বনিত হচ্ছে একটাই নাম, বিরাট… বিরাট… বিরাট…। নিরাপত্তারক্ষীরাও ছুটে এসে ওই যুবককে তুলে সরাতে গেলেন, তবে বাধা দিলেন বিরাট কোহলি স্বয়ং। কোহলির সেই ভক্ত তাঁকে বুকে জড়িয়ে ধরতে চান, ভক্তের আবদার মেনে বুকে টেনেও নিলেন কিং কোহলি।
ওই যুবককে সরাতে আসা নিরাপত্তারক্ষীদের বলে দিলেন, ওই যুবককে যেন কোনও কিছু না বলেই ছেড়ে দেওয়া হয়। ভক্তের আবেদনে সারা দেন যিনি, তিনিই তো ভগবান! এই ছবি চাক্ষুষ করে একথাই বলছেন বিরাট অনুরাগীরা। আবেগঘন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতে বিলম্ব হয়নি। বিলম্ব হয়নি ভাইরাল হতেও। বিরাট ইনিংসে মুগ্ধ ওই যুবক আবেগে বেসামাল হয়ে করে ফেলেছেন এমন কাণ্ড!

