CSK vs MI: রাচিনের অর্ধশতরান! ৪ উইকেটে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেল ধোনীরা

CSK- 158/6  | MI- 155/9


রাচিনের অর্ধশতরানে ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস।  ৪৫ বলে অপরাজিত থেকে ৬৫ রান করেন তিনি। শেষ বলে ৬ মেরে জিতিয়ে দেন চেন্নাইকে।

ম্যাচের শুরুতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ে নেমে চেন্নাইয়ের বোলিং আক্রমণের সামনে চাপে পড়ে। যদিও কিছু ভালো পারফরম্যান্স দেখা যায়, তবে দল বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। জবাবে, চেন্নাইয়ের ব্যাটসম্যানরা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন। রাচিন রবীন্দ্রের অনবদ্য হাফ-সেঞ্চুরি চেন্নাইয়ের জয়ের পথ আরও সহজ করে দেয়।

চেন্নাই সুপার কিংস দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাচিন রবীন্দ্র, যিনি দুর্দান্ত এক হাফ-সেঞ্চুরি উপহার দেন। তার ব্যাটিং দৃঢ়তায় চেন্নাই দল সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস আরও শক্ত অবস্থানে পৌঁছে গেল। অপরদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

About The Author