KKR vs RCB: কোহলিদের দাপটে প্রথম ম্যাচেই হারল কলকাতা নাইট রাইডার্স’রা

RCB – 177/3; KKR – 174/8


IPL ২০২৫-এর প্রথম ম্যাচেই হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর পরাজিত হলো নাইট বাহিনী।

ইডেনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা। ওপেনাররা ভালো শুরু করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় রান তুলতে পারেনি কেকেআর। নির্ধারিত ২০ ওভারে দলটি তোলে ১৭৪ রান, যেখানে অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ৪২ রান এবং আন্দ্রে রাসেল ৩১ রানে অপরাজিত থাকেন।

জবাবে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৯তম ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনিং জুটিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। কোহলি ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন, যা দলের জয়ে বড় ভূমিকা রাখে। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ৩৮ রান নিশ্চিত করে বেঙ্গালুরুর জয়।

ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার স্বীকার করেন, “আমরা ২০-৩০ রান কম করেছি এবং ফিল্ডিংয়ে কিছু ভুল করেছি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।” অবশ্য, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় কলকাতা নাইট রাইডার্স, অন্যদিকে দুর্দান্ত সূচনার পর আত্মবিশ্বাসে ভরপুর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

About The Author