Jalpaiguri: বাজারে খাসির মাংস বলে ‘পোষা কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ! ময়নাগুড়ি বাজারে একি কাণ্ড

ময়নাগুড়ি: ‘কুকুরের মাংস’কে খাসির মাংস বলে বিক্রি করার অভিযোগ। সাপ্তাহিক হাটে চলল এমনি লোক ঠকানো কারবার। ঘটনায় গ্রেফতার করা হল একজনকে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। জানা গিয়েছে, পানবাড়িতে এদিন হাটবার ছিল। আর সেই হাটেই এক ব্যক্তি তাঁর পোষা কুকুরটিকে কেটে ‘খাসির মাংস’ বলে বিক্রি করছিল। কিছু সময়ের মধ্যে বাজারের বেশ কয়েকজনের চোখে পড়ে বিষয়টি। যারা রোজ বাজার করতে আসেন, তাঁরা বুঝে যান এতো খাসির মাংস নয়! তাহলে? ব্যাপার সন্দেহজনক দেখে জানানো হয় এলাকার ব্যবসায়ী সমিতিকে। তারপরেই প্রশাসনের নজরে আনা হয় ব্যাপারটি। পড়ে পুলিশ আসে সামনে আনে ঘটনা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দীপ রায় নামের ওই ব্যক্তিকে। জানা গেল, অভিযুক্তের বাড়ি রামসাইয়ের হাতিপোতা এলাকায়। এ ব্যাপারে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ নয় বলে জানান। তবে উঠছে একাধিক প্রশ্নও।

এবিষয়ে ব্যবসায়ী সমিতির সম্পাদক কিরেন্দ্র নাথ রায় বলেন, অমানবিক ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। পানবাড়ি বাজারের একটি সুনাম ছিল। এখানে এমন কাণ্ড বাধাল ব্যক্তি। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান তাঁরা। এক পরিবেশপ্রেমী নন্দু রায় বলেন, একটি সারমেয়কে কেটে খাসির মাংস বলে বিক্রি করা এটা মারাত্মক অপরাধ। যা শুনেছি সেই ঘটনার অবাক করার মতন।

 

About The Author