Viral Video: ত্রিপুরা সীমান্তে BSF-র ওপর আক্রমণ বাংলাদেশী গরু-পাচারকারীদের

ভারত বাংলাদেশ সীমান্তে এক BSF জওয়ানকে আক্রমণ কিছু বাংলাদেশীর। ঘটনাটি ত্রিপুরার কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বলে দাবি করা হচ্ছে। ভাইরাল ভিডিওতে, কয়েকজন লাঠি হাতে আক্রমণ করছেন এক BSF জওয়ানকে। বলতে শোনা যাচ্ছে, গুলি কিউ কিয়া? অভিযোগ BSF রাবার বুলেট চার্জ করেছিল। BSF-র দাবি, কয়েকজন সীমান্ত পার করে গরু পাচারের চেষ্টা করছিল। মাঝেমধ্যেই ত্রিপুরার অরক্ষিত সীমানা দিয়ে চোরা চালান চলে বলে অভিযোগ।

About The Author