Malda Border: সীমান্তে BSF-বিজিবি অশান্তি! লাঠি হাতে প্রতিবাদ গ্রামবাসীদের

মালদা: দুই দেশের সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ধুন্ধুমার কাণ্ড! অশান্তিতে জড়াল বিএসএফ ও বিজিবি। আর সেই ব্যাপার দেখে সীমান্তে ছুটে এল গ্রামবাসীরা। বাংলাদেশের অন্যায় বাঁধার প্রতিবাদে লাঠি হাতে গর্জে উঠল সীমান্তবাসীরা। BSF-র সমর্থনে ধ্বনিত হল বন্দেমাতরম স্লোগান।

মঙ্গলবার মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যাপক ঝামেলা। জানা গেল, অনুপ্রবেশ রুখতে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। অভিযোগ, তাতেই নাকি বিজিবি বাঁধা দেয়। বরাবরের মত তাঁদের জায়গা নিয়ে সমস্যা। আর এই নিয়েই অশান্তির শুরু। ক্রমে খবর চাউর হয় এলাকায়। যে বাংলাদেশ সীমান্তে বিএসএফ-র কাজে বাঁধা দিচ্ছে। সেই শুনে সীমান্তে ছুটে আসেন গ্রামবাসীরা। ভিড় বাড়ে। তারপর এলাকার ছেলেরা স্লোগান দিতে শুরু করেন। লাঠি হাতে প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্যায় আবদারের।

বিএসএফ-র সামনেই বন্দেমাতরম স্লোগান, জয়শ্রীরাম স্লোগান তোলেন। মোবাইলে সেই ভিডিও রেকর্ড করেন স্থানীয়রা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। পড়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়। এদিন, সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে আরও একদফা আলোচনা হয়। সীমান্তের যে এলাকায় বেড়া দেওয়া হচ্ছে তা ভারতের অংশ। বিজিবিকে সেই মর্মে কাগজ বুঝিয়ে দেওয়া হয়। এরপরই বেড়া দেওয়ার কাজ আগের মতই শুরু হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। এই ঘটনায় বিএসএফ-র পাশে যেভাবে এলাকাবাসীরা এগিয়ে এল, তার প্রশংসা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ভিডিও পোস্ট করে বলেন, গ্রামবাসীদের মধ্যে জাতীয়তাবাদী মনোভাবের উদয় দেখে ভালো লাগছে।

About The Author