জলপাইগুড়ি: ধীরে ধীরে চরিত্র বদলে দুর্বল হচ্ছে করোনাভাইরাস। বৃহস্পতিবার এমনই দাবি করলেন উত্তরবঙ্গের করোনা বিষয়ে বিশেষ দায়িত্বপ্রাপ্ত ওএসডি ডা: সুশান্ত রায়।
তিনি বলেন, ধীরে ধীরে করোনা ভাইরাসের ক্ষমতা দুর্বল হচ্ছে। কাজেই ভয় বা চিন্তার কিছু নেই। এভাবে দুর্বল হতে হতে একসময় করোনা বিলীন হয়ে যাবে বলেও জানান তিনি। তিনি বলেন ৫ টি রাজ্য বাদে যে সকল শ্রমিক বা অন্যান্যরা ভিন রাজ্য থেকে আসবেন তারা হোম কোয়ারেন্টাইন, পঞ্চায়েত অথবা ক্লাব দ্বারা নির্মিত কোয়ারেন্টাইন সেন্টার গুলোতে থাকবেন। ১৪ দিন পর তাদের যদি কোনো উপসর্গ না থাকে তাহলে তাঁরা বাড়ি ফিরে যাবেন। এদের ক্ষেত্রে টেস্টের কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি। পাশাপাশি তিনি এও জানান যে, এদের স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর রাখবেন স্থানীয় আশা কর্মীরা। ফেরত আসা সকল শ্রমিক বা মানুষদের নামের তালিকা বি এম ও এইচ এর কাছে পাঠাতে হবে বলে জানান সুশান্ত বাবু।