রাজগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত ৩

জলপাইগুড়ি: রাজগঞ্জ ব্লকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ তাদের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। দুপুর আড়াইটে নাগাদ জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে রাজগঞ্জের ভোলাপাড়ার ২ জন এবং সমরনগর এলাকার ১ জন রয়েছেন। এলাকায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমনের খবর মিলতে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে নির্বাচনের প্রাকমুহুর্তে বিপুল পরিমাণে জনসমাগম এবং করোনা বিধি ভুলে মাক্স ছাড়া বাইরে ঘোরাফেরা করায় নতুন করে সংক্রমণ ছড়ানোর ভয় থেকেই যাচ্ছে।

অন্যদিকে, আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য। তার মোকাবিলায় কোভিড হাসপাতালগুলিকে এখন থেকেই তৈরি থাকার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কোথায় কী কারণে সংক্রমণ বাড়ছে সেই নিয়ে বিশদ আলোচনা করতে মঙ্গলবার সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেছে স্বাস্থ্য দপ্তর।