ব্রাউন সুগার সহ ৩ জনকে গ্রেপ্তার করল স্পেশাল স্ট্রাক ফোর্স। শুক্রবার রাতে ফাটাপুকুর টোল প্লাজা জাতীয় সড়ক থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মুল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
স্পেশাল স্ট্রাক ফোর্স সূত্রে খবর, একটি বেসরকারি বাসে ১ কিলো ব্রাউন সুগার নিয়ে এদিন রাতে আসাম থেকে ডালখোলা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিল তিন পাচারকারী।
গোপন খবরের ভিত্তিতে রাজগঞ্জ থানার অধিন পানিকাউরি জাতীয় সড়কের টোল প্লাজাতে ওত পেতে বসে ছিল পুলিশের স্পেশাল ট্রান্সপোর্ট সেল টিম। সেই বাসটিকে দার করিয়ে তিন জনের থেকে উদ্ধার হয় এক কিলো ব্রাউন সুগার, সাথে সাথে তিন জন কে গ্রেপ্তার করা হয়।
জেরা করে জানা গেছে তিন জন আসাম থেকে ডালখোলা হয়ে কলকাতা নিয়ে যাচ্ছিল ব্রাউন সুগার। গ্রেফতার হওয়া ৩ ব্যক্তির মধ্যে ২ জন আসাম ও ১ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। শনিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।