অবৈধভাবে র্যাশনের খাদ্য সামগ্রী মজুত রাখার অভিযোগে ২ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। তাদের বাড়িতে প্রচুর পরিমানে চাল, গম ও আটা ইত্যাদি খাবারের উপকরণ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মিলন দাস (৪০) ও যুগল দাস (৩০)। তাদের বাড়ি রাজগঞ্জের পাথরঘাটায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালায় পুলিশ। তাদের বাড়িতে গিয়ে দুজনকে আটক করে রাজগঞ্জ থানার পুলিশ। সঙ্গে ৪২ বস্তা র্যাশন সামগ্রী উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরেই ওই দুই ব্যাক্তি এভাবেই র্যাশন সামগ্রী মজুত করছিলেন বলে অভিযোগ। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।