রাস্তার শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নেতাদের ঘিরে বিক্ষোভ

রাজগঞ্জ: রাস্তার শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এল কুকুরজানে। জেলা পরিষদের সভাধিপতি সমেত স্থানীয় তৃণমূল নেতাদের ঘিরে ধরলেন দলেরই কর্মী সমর্থকদের একাংশ। ধুন্ধুমার কাণ্ড রাজগঞ্জে!

পঞ্চায়েতের আগে রাস্তা মেরামতের কথা মনে পড়েছে? প্রশ্ন তুলে রাস্তার কাজ নিয়ে অসন্তোষ। জল গড়াল দিদির দূত পর্যন্ত। ফের সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের চাউলহাটি ভাঙ্গামালি এলাকার ঘটনা।

সোমবার কুকুরজান অঞ্চলের ভাঙ্গামালিতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান ছিল। সেই কাজ শুরু হতে না হতেই দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিলেন শাসকগোষ্ঠীর একাংশ। স্থানীয় তৃণমূল নেতা সদস্যেরা গ্রামের মানুষের সঙ্গে জনসংযোগ করেন না বলে অভিযোগ করলেন দলেরই একাংশ। ঘটনাকে ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল এদিন।

About The Author